প্রেম হন্তারক

জাহিদুল ইসলাম পলাশ
.
স্মৃতি আমায় মাতাল করে,
আমি উন্মাদ হই না,
তাকিয়ে থাকি শুধু দিগন্ত পানে,
সে সন্তর্পণে আসুক হৃদয় কোণে।
হৃদয় উজার করে সিক্ত করুক,
বিরহ,অবসাদ, না পাওয়ার যন্ত্রনাকে।
.
তবে তুমি দিতে পারো প্রাণ,
নির্লিপ্ত কোনও পথিককে।
তবে যে পথিক হারিয়েছে পথ,
চেয়ে শুধু তোমার চন্দ্রাননে?
নিঃশেষ কেন কর তাকে,
রূপের কৌশলী অনল দহনে!
.
অনুরুদ্ধ ভালোবাসা উপেক্ষা করে,
হাতমুঠোয় চলাচল বিস্তীর্ণ ভুবনে।
সপ্ত ডানায় রাঙ্গাও প্রতিহিংসা,
অপূর্ণতায় পরে রয় প্রিয় ভালোবাসা।
মোহিনীশক্তি যখন পাঁয়তারা পায়,
পবিত্র মন নিরুপায়, নিমিষেই নিঃস্ব হয়।
.
তবে কি মাদকতা ছড়ায় স্মৃতি?
নিভৃতে করে জ্বালাতন,
মানে না কোন বারণ।
কোন কারণ না অকারন,
জানে না অচেতন মন,
এ কি উৎকন্ঠা না উৎপীড়ন!
.
যা নেই এখন খুঁজি না তাকে,
ফিরে চাই পবিত্র সত্তাকে,
নব উল্লাসে চিত্তে থাকুক কিছু স্মারক,
শুধু ভুলে থাকি তুমি নামক প্রেম হন্তারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *