প তে প্রেম

মোঃ শাওন সিকদার

প্রেমে পড়ে প্রত্যেকেই পরম প্রিয়জনকে পাবার প্রয়াস পায়,

প্রিয়জন ভেবে দিলোনা তার মনে আমায় আশ্রয় ।

প্রেমে প্রথম প্রকাশ পায় পরিচয়, পরে প্রেমপত্রে,

প্রথম দেখায় মনে হয়, আমি পাগল তার মন্ত্রে ।

প্রেম- প্রেমিক-প্রেমিকাকে পরম প্রেমালোকে পৌঁছায়,

অবৈধ প্রেম প্রেমিক প্রেমিকাকে পাপানলে পাঠায় ।

পরকীয়া প্রেমে প্রেমিক-প্রেমিকার পিঠে পুলিশের পিটুনী,

প্রেমিক প্রেমিকার সন্ধানে পড়েছি লাইলি-মজনুর জীবনী ।

প্রেমের প্রথম পর্যায়ে পবিত্রতা পোষণ প্রয়োজন,

তোমার প্রেমে ভাসিয়েছি তাই  এ দুটি নয়ন ।

প্রিয়জনকে পেলে প্রেমে পরিপূর্ণতা প্রকাশ পায়,

প্রেম- প্রেমিক-প্রেমিকাকে প্রতি পদে প্রেমানলে পোড়ায় ।

অবৈধ প্রেমে পড়ে ইহকাল-পরকালে প্রত্যেকেই পস্তায়,

অনেকে মনে করেন প্রেম পাওয়া যায় খুবই সস্তায় ।

 

মোঃ শাওন সিকদার

বাংলা বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল।

ইউনিয়নঃ বুকাবুনিয়া, উপজেলাঃ বামনা, জেলাঃ বরগুনা।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *