মোঃ শাওন সিকদার
প্রেমে পড়ে প্রত্যেকেই পরম প্রিয়জনকে পাবার প্রয়াস পায়,
প্রিয়জন ভেবে দিলোনা তার মনে আমায় আশ্রয় ।
প্রেমে প্রথম প্রকাশ পায় পরিচয়, পরে প্রেমপত্রে,
প্রথম দেখায় মনে হয়, আমি পাগল তার মন্ত্রে ।
প্রেম- প্রেমিক-প্রেমিকাকে পরম প্রেমালোকে পৌঁছায়,
অবৈধ প্রেম প্রেমিক প্রেমিকাকে পাপানলে পাঠায় ।
পরকীয়া প্রেমে প্রেমিক-প্রেমিকার পিঠে পুলিশের পিটুনী,
প্রেমিক প্রেমিকার সন্ধানে পড়েছি লাইলি-মজনুর জীবনী ।
প্রেমের প্রথম পর্যায়ে পবিত্রতা পোষণ প্রয়োজন,
তোমার প্রেমে ভাসিয়েছি তাই এ দুটি নয়ন ।
প্রিয়জনকে পেলে প্রেমে পরিপূর্ণতা প্রকাশ পায়,
প্রেম- প্রেমিক-প্রেমিকাকে প্রতি পদে প্রেমানলে পোড়ায় ।
অবৈধ প্রেমে পড়ে ইহকাল-পরকালে প্রত্যেকেই পস্তায়,
অনেকে মনে করেন প্রেম পাওয়া যায় খুবই সস্তায় ।
মোঃ শাওন সিকদার
বাংলা বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল।