নজরুল ইসলাম।।
আম কাঁঠাল বরই কুল
স্বাদে গন্ধে নেইকো তুল
আতায় আছে অনেক মজা
মাল্টা অনেক রসে ভেজা।
কমলার আছে বহু গুণ
কাঁচা আমে মরিচ নুন
কমলা লেবুর ভিটামিন
সবাই তাকে চিনে নিন
শরিফাদের বংশ সেরা
দাম যে তাদের অতি চড়া
জামরুল আছে গাছের ডালে
বাদুরে খায় তালে তালে ।
পেয়ারা খাই সবাই মিলে
মজা পাব সবার দিলে
তাল পড়ে ধপাস করে
তাল পিঠা খায় ঘরে ঘরে।
ভ্রমর কালো জামের রং
খেতে আসে বাদুর গং
তরমুজ আছে মাঠে ভরা
বড় গুলো মিষ্টি কড়া।
আনারসে অনেক রস
জ্বর এলে খায় অফিস বস
তেঁতুল ফলে অতি টক
মেয়েরা খায় করে সখ।
লিচু গাছে দুলছে লিচু
ছুটছে পাখি তাদের পিছু
আমড়ার আচার মজাদার
বাতাবিদের সমাহার।
আপেল আঙ্গুর আনার ফল
প্রভুর অতি দয়ার ফল
আরও আছে অনেক ফল
লিখতে আমার নেইকো বল।
আল্লাহ তায়ালার নিয়ামত
শোকর করি দিবস রাত।