মুক্তবুলি প্রতিবেদক ।।
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ বরিশাল জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদরাসা) মনোনীত হয়েছেন মুক্তবুলির লেখক হাফেজ আবদুল্লাহ আল-যুবায়ের। সে বরিশালের হিজলা উপজেলার আফছার উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসার নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী । আবদুল্লাহ আল-যুবায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৩ সালে হিজলা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) এবং ২০২৩ সালে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে ।
যুবায়ের বহুল প্রচারিত মুক্তবুলি ম্যাগাজিনের একজন লেখক। ২০২২ সালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তবুলি লেখক সম্মেলনে অংশগ্রহণ করে সম্মাননা সনদ গ্রহণ করে সে ।
সে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি গ্রামের ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা । তাঁর বাবা হিজলা উপজেলার সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবদুল জাহের আকন। তিনিও এ বছর বরিশাল জেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হয়ে বরিশাল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন । তাঁরা দুজনেই মুক্তবুলির সেরা লেখক মনোনীত হয়েছিলেন ।