বিপদের মুখে ভারতের সংখ্যালঘু

 

ভারতে জরুরি অবস্থার চেয়েও মারাত্মক পরিস্থিতি চলছে। এবার রাষ্ট্র নিজেই সংখ্যালঘু, দলিত, খ্রিস্টান, মুসলিম ও বামসহ সকল বিরুদ্ধ মতের লোকদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা সমস্যা তৈরি করছে। মিডিয়াকে এখানে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। সাথে রয়েছে ঘাতক নজরদারির লোকজন ও ঘৃণা ছড়ানোর বাহিনী। যারাই তাদের বিশেষ আদর্শের বিরোধিতা করছে, তাদেরকে অপরাধী বানানো হচ্ছে, আটক করা হচ্ছে অথবা ডান-পন্থী ঘাতকদের মাধ্যমে হত্যা করা হচ্ছে।

– অরুন্ধতী রায়

[আজকালের খবর, মতিঝিল ঢাকা, ২৯ আগস্ট ২০১৮]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *