মারুফ আহমেদ
মৃত মানুষের পথে হেটে চলেছি
অর্থশূন্য নিরন্তর; শুকনো তারার মতো পৃথিবী শান্ত হয়ে ফিরে আসুক আবার।
চোখের রঙ মুছে একদিন মরে যায় সব
ধূলোদের মতো করে আমরা অনেকেই বেঁচে গেছি আজ।
সন্ধ্যা ছায়ার মতো বেঁচে যা থাকা যায়!
নিয়ম করে করে আমাদের পথে জোৎস্না ভরে ওঠে
গভীর সাদায় মৃত কাফন জড়িয়ে আসে চারিদিক,
তোমাদের প্রেম জাগানো রাতে ধূলোয় কবর বানিয়ে আমরা শুয়ে পড়ি।
রক্তশূন্য ক্ষত হৃদয়ে মাখি চামড়ার প্রলেপ, তাঁজা অ্যাকুয়াস হিউমর দিয়ে ঠোঁটের তৃষ্ণা মিটাই।
তারপর!
রক্তের শীতল স্রোতে আমরা আঁধারে মিলিয়ে যাই
নতুন ভোরে আমাদের ক্ষত-বিক্ষত দেহগুলো পড়ে থাকে রাস্তার নেড়ি কুকুরের মতো।
নতুন সূর্য আসে আবার মিইয়ে থাকা সন্ধ্যের অপেক্ষায়।।
অনেক সুন্দর লেখা।