ভেনাস জুয়েলার্সের ইতিকথা

 

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের প্রথম খতিব ছিলেন আমিমুল এহসান। তাঁকে খাস কামরা (হুজরা) বরাদ্দ দেয়া হয় ১৯৬৯ সালে। আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আবদুর রশিদ তর্কবাগীশ ১৯৭৪ সালে খতিবকে একদিন ডেকে বললেন, ‘আপনি যে কক্ষটি ব্যবহার করেন, সেটা ছেড়ে দেবেন। খতিবের কোনো কক্ষের দরকার নেই’। এরপর খতিবের খাস কামরাটি বরাদ্দ দেয়া হয় শ্রী গঙ্গাচরণ মালাকরকে। তিনি কামরাটিতে জুয়েলারী দোকান খুলেন। নাম দেয়া হয় ‘ভেনাস জুয়েলার্স’।

[ আত্মঘাতী রাজনীতির তিনকাল ২য় খন্ড- সরকার শাহাবুদ্দিন আহমদ, বুকস ফেয়ার, ৩৯ বাংলাবাজার, ঢাকা-১১০০, প্রকাশ মে ২০০৪, পৃষ্ঠা ৭৭৮]

Next Barisal banner ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *