ভোট

শাহীন কামাল ।।
.

ভোট হবেনা রাতে এবার, সকল ভোটই দিনে

ফ্রি মুডের ভোট এবার, ভোট নিবেনা কিনে।
.
কর্মীরা সব বেকার এবার, কেউ দিবেনা টাকা
বিনা পয়সায় নেতার সাথে শুধুই লেগে থাকা।
.
নাই মিছিলে লোক সমাগম, হয়না মানুষ জড়ো
চা দোকানে ঝড় তোলেনা ‘আমার নেতা বড়।’
.
নেতা নিয়ে আলোচনায় ছাড়ছেনা কেউ ধোঁয়া
 ‘ভোট পাওয়া নয় ছেলের হাতের মোয়া’।
.
কোন আসনে কার সাথে কার হবে কঠিন লড়াই
সেসব নিয়ে কথায় কথায় কেউ করে না বড়াই।
.
হুমকি ধামকি দিয়ে ভোটার রাখছে না কেউ দূরে
ভোটের জন্য মাইকে গান গায়না সুরে সুরে।
.
গাঁওগ্রামে ভোট নিয়ে আজ কমছে কথার ঢেউ
সালাম দিয়ে এসে এবার ভোট চায় না কেউ।
.
ভোটের মাঠের হিসাব নিকাশ কেউ করেনা বসে
পাতি নেতার ব্যস্ততা নেই, কষ্টে কপাল ঘষে।
.
ভোটাররা সব মুক্ত স্বাধীন, নেই তাহারা চাপে
কে দেখেছে এমন ভোট? দেখেছে কার বাপে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *