জিল্লুর রহমান জিল্লু
লেখক যারা পাঠক তারা
মুক্তবুলির শ্লোগান
দক্ষ লেখক গড়তে তার
চেষ্টা অফুরান।
পাঠ অভ্যাসে মুক্তবুলি
সবার ঘরে ঘরে
অমর কীর্তি স্মরণীয়
মরনেরও পরে।
বিনোদনের নতুন মাত্রা
মুক্তবুলির পাতায়
নৈতিকতা ছড়িয়ে পড়ুক
দেশের শহর-গাঁয়।
বইয়ের সাথে মিত্র করি
পড়ি মুক্তবুলি
লেখাপড়ায় জ্ঞান বাড়ে
বুদ্ধি যায় খুলি।
লেখক পাঠক এক হয়েছে
সাহিত্যের প্রেমে
মুক্তবুলির পাঠক ফোরাম
যুক্ত একই ফ্রেমে।
জিল্লুর রহমান জিল্লু
কাশিপুর, বরিশাল