নিহার বিন্দু বিশ্বাস ।।
ফুলের ঝুরি মুক্তবুলি
আপন কথা বলি খুলি
সাধ জেগেছে মনে
কবি যারা লিখে তারা
লেখক পাঠক আছে যারা
বিলায় জনে জনে।
সত্য ন্যায়ের মুখপত্র
পড়লে যাদের ধরে গাত্র
দূর্নীতিবাজ তারা
শিরায় যারি ন্যায়ের রক্ত
মুক্তবুলির তারাই ভক্ত
হয় না দিশেহারা।
সন্ত্রাসের রং বিলায় যারা
তারা একদিন পরবে মারা
দেখবে সবে চেয়ে
শান্তিকামী মানব তবে
দীর্ঘজীবী তারা ভবে
বিজয় কেতন বেয়ে।
নিহার বিন্দু বিশ্বাস
সম্পাদককে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা একরাশ।