মোঃ জসিম উদ্দিন
।।
সবার আগে ধর্ম বড়
নয়তো অন্য কিছু
ধর্ম নিয়ে ছুটছো কেন
মৌলভীদের পিছু।
.
মরার পরে জানাজাতে
ঈমাম লাগে আগে
পিতা মাতার দোয়ার জন্য
মোল্লা আনো ঘরে।
.
ধর্ম নিয়ে বলবেন হুজুর
বলবেন পরকালের কথা
তা শুনে হেদায়েত হতে
কেন মাথা ব্যথা।
.
পাপ ছাড়া কি আছি কেউ
বলতে পারবে সবাই
পাপের ভারে নিমজ্জিত
ভয় কি আমরা পাই?
.
ধর্মের কথা বলবেন হুজুর
মানলে মানো তুমি
টুপি দাঁড়ির অবমাননা
সইবে নাতো নবী।
.
কিছু হুজুর ব্যবসা করে
ধর্মটাকে নিয়ে
তাই বলে কি সব হুজুরে
মৌলবাদী হবে?
.
মোঃ জসিম উদ্দিন
সাধারণ সম্পাদক
লালমোহন প্রেসক্লাব, ভোলা।
মাশা-আল্লাহ, খু্বই সু-শৃঙ্খল, সুন্দর ও যুগোপযুগী একটি প্রতিবাদী স্লোগান। এমন একটি প্রতিবাদের ধরণ আমাদের সামনে উপস্থাপনের জন্য প্রিয় ভাই, মো: জসিম উদ্দিন (জনি স্যারকে) অনেক অনেক ধন্যবাদ।
স্যার আনেক ভালো লাগলো🤍🤍
অনেক*
Hmm it seems like your site
ate my first comment (it was super long) so I
guess I’ll just sum it up what I submitted and say,
I’m thoroughly enjoying your blog.
I as well am an aspiring blog blogger but I’m still new to the whole
thing. Do you have any tips and hints
for rookie blog
writers? I’d really appreciate it.