বিজন বেপারী ||
ত্যাগের মহান বার্তা নিয়ে
রমজান এলো রে,
ধনী গরীব বিভেদ ভুলে
সমান হবে যে।
বুঝেশুনে অবুঝ মনে
পাপ করেছো যত,
নিয়ম মেনে রাখলে রোজা
রহমত পাবে তত।
দেশের তরে দশের তরে
দোয়া তুমি চাও,
আপন ললাট উঠবে হেসে
দীনের কাছে যাও।
পথের শিশু গরীব দুখী
সবাই তোমার ভাই,
তাদের নিয়ে ইফতার করি
সমান ভাগে খাই।
তবেই খুশি আল্লাহ মোদের
তোমার ছোট্ট ত্যাগে,
নিয়ম মেনে যাকাত দিলে
মিলবে হর্ষ ঈদে।
Post Views: ৫৫১