সাইফ আবদুল্লাহ ।।
প্রায়শঃই,
ভ্রমণের গান শুনি
নগ্ন পায়ে উদাসীন মননে
হেঁটে চলি অতি ধীর-
সস্ত্রীক কিংবা একাকী,
যেভাবেই চলি না কেন- তুমি, তোমরা আর
এই সভ্যতা; যেভাবেই দেখো না কেন,
এই ধীর, নগ্ন-উদাসীনতার নামই জীবন।
নির্বিকার আমি আমাকেই দেখি
নিঃস্ব, পরাধীন এই জনসমুদ্রে-
স্বাধীনতার একক অক্ষরগুলোকে
পিটিয়েছি বহুবার
একত্রিত বা অর্থবহ হয়নি কবু
সময়-প্রস্তুতির পারদে-
কালো মেঘ হয়ে ঝরেছি অবিরাম অবিরত,
বিকশিত হওয়ার যে চাওয়া তা হীরক অন্ধকার
চোখের পাপড়িতেই জ্বলে উজ্জ্বল আলো
বিরোধী ভবিষ্যৎ যা আজ ভেসে যাচ্ছে
রহস্যের মনদুপুরে।
গ্রেইট❤️