নজরুল ইসলাম:
শীতের ভোরে শিশির ভেজা
ধানের ছড়া গুলো।
কাটতে গিয়ে শিশির লেগে
অবস হাত পা গুলো।
কুয়াশার চাদরে ঢাকা
মাঠের পরে মাঠ।
দৃষ্টি সীমা কমে গিয়ে
হলো কয়েক ফিট।
জনজীবন থমকে গেছে
প্রচন্ড এই শীতে।
আগুন জেলে শীত নিবারন
করছে সবাই গীতে।
বুড়ো গুড়ো মানুষ গুলো
কষ্টে আছে ভাই।
শীতের কাপড় দিতে হবে
তাদের মাঝে তাই।
ছিন্ন মুল মানুষ গুলো
খোলা আকাশের নিচে।
থাকছে তারা কষ্ট করে
ওভার ব্রীজের নিচে।
খুব সকালে খেজুর রসে
ভরে গেছে হাঁড়ি।
পিঠে পায়েস খাবো মোরা
এসো তাড়াতাড়ি।
উত্তর দিকের হাওয়ায় কাপে
দাঁতে দাঁতে ঠক ঠক।
শুকনো ডোবায় চেয়ে আছে
সাদা রঙ্গের বক।
রসে ভেজা চিতই পিঠা
খেতে ভারী মজা।
গভীর রাতে রসের পায়েস
পাটিসাপটা ভাজা।
নজরুল ইসলাম
মসজিদ বাড়ি রোড, ঝালকাঠি।