এম ইলিয়াস তুহিন ||
শীত এলো, শীত এলো
পৌষ-মাঘ মাসেরে,
মাঝে মাঝে বেলা করে
রবি মামা হাসেরে।
যেন বরফ গলা পানি
বাড়ির পাশের পুকুরে,
সাঁতার দেওয়া হয়না তাই
রোজ রোজ দুপুরে।
সকাল বেলা রোদ পোহানো
ছেলে-বুড়ো সবে,
রসের শিন্নি, নানান পিঠায়
মাতি উৎসবে।
লেপ মুড়ে ঘুম দেওয়া
কত মজার নিশিরে,
দশে মিলে হাঁটা হয়
ভোরের ঘাসের শিশিরে।
কনকনে শীত আনে
উত্তর দিকের বায়ু,
উত্তুরে বায়ু শেষ মানে
শেষ শীতের আয়ু।
লেখকঃ
এম ইলিয়াস তুহিন
সহকারী শিক্ষক,
শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
চাটখিল, নোয়াখালী।
Post Views: ৫১৮