শূন্যতা

আশিকুর রহমান বিশ্বাস
.
এমনি কতগুলো রাত যে নির্ঘুম কাটলো
তুমি কি জানো হে প্রিয়তমা?
অথচ আমার চোখ আজও দ্যাখো পাকা লটকন
কতটা অগোছালো, আলুথালু, মৃত আমি।
ডান হাতের অনামিকাটা আজও কাঁপে শূন্যতায় ভারি
এমনি হয়তো কত নারী তারে গেছে ছাড়ি।
কী অসীম বিরহ এ এক!
কী ভীষণ শূন্যতা! চাপা হাহাকার।
প্রিয়তমা আমার_
সেই সুগন্ধি এক পেয়ালা আমাকেও দাও
ওটা কি তোমার চুলের গন্ধ?
কী ভীষণ এক সলজ্জ স্বাদ জানো?
এই এতটুকু হলেও চলবে
আমি পান করতাম তারপর মরে যেতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *