শ্রদ্ধা ভরে স্মরি

রবীন্দ্রনাথ মন্ডল
.
বাইশে শ্রাবণ বিদায় নিলো
দিনটি স্মৃতিময়,
কবিগুরুর মহাপ্রয়াণ
এই তারিখেই হয়।
.
জোড়াসাঁকোয় জন্মেছিলেন
খ্যাতিমান এই কবি,
আছেন তিনি সবার হৃদে
জীবন্ত এক ছবি।
.
প্রাণের প্রিয় বাংলা ভাষা
বাংলা সাহিত্যকে,
নিজ প্রতিভায় ঠাঁই
দিলেন সারা বিশ্বলোকে।
.
আমার দেশের মধুর রূপে
মুগ্ধ ছিলেন কবি,
লেখার মাঝে পাই যে খুঁজে
বাংলাদেশের ছবি।
.
বর্ষা ঋতু কবির কাছে
প্রিয় ছিলো বেশ,
গান-কবিতায় সে চিহ্ন পাই
সন্দেহ নেই লেশ।
.
পদ্মা পাড়ে মিশে আছে
কবির অনেক স্মৃতি,
ধন্য আমার জন্মভূমি
পেয়ে কবির প্রীতি।
.
শুধু বৈশাখ- শুধুই শ্রাবণ
এমনটি তো নয়,
শ্রদ্ধা ভরে স্মরি তাঁকে
সর্বদা  নিশ্চয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *