সংগীত

নতুন লেখা সংগীত

মোশাররফ হোসেন

১.
এ জীবন বড় অসহায় প্রভু সুদিনের অপেক্ষায়
দাও ফিরিয়ে তুমি সেইদিন
যেদিন হবে সুখময় রঙিণ।

চারিদিকে হতাশা আর হাহাকার
যেনো মৃত্যু নগরী
মায়েরি কান্না বোনেরি অসহায়
বাঁজে কষ্টের বাসরী।
সুখের প্রদ্বীপ জ্বেলে শান্ত করে দাও
বিলাও রহম অনাবিল।

আর কত মুজাহিদ করেই যাবে জান কোরবান
আর কত গুম হবে দুঃখি মা’র প্রিয় সন্তান।

সংগ্রামী বাবার প্রিয় সেই ছেলেটা
আছে কেমন জানা নেই
অশ্রুসজল বোনের প্রিয়তম স্বামিটা
খুন হলো  বিচার নেই
সুদিনের স্বপ্ন করে নাও কবুল
ধ্বংস করো আজাজিল।

কথা ও সুর: মোশাররফ হোসেন

Next Barisal banner ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *