সনেট : অংশ বলিদান

সুয়েজ করিম
.
রাজ্যে  রাক্ষসের  হানা  মৃত্যু  চারদিক,
রাজার  ঘুম  হারাম   মাথা  নাই  ঠিক।
.
স্বপ্নে   আদিষ্ট   হলেন,   নর   বলিদান,
ভাবতে থাকেন রাজা, কার নেবে জান?
.
কুট  বুদ্ধি  দিতে  থাকে   চামচার  দল,
অধস্তন   দাস-দাসী   হবে   এর   ফল!
.
রাজা ভাবে  ভাল বুদ্ধি,  চিন্তা  সুমধুর,
অন্ন  বাঁচবে,  বলিও,  মৃত্যু  হবে  দূর।
.
হাউ  মাউ  দাস-দাসী  করছে  ক্রন্দন,
সহজে  কি  চায়  মন  ছাড়তে  ভুবন।
.
রাজার  অন্তর  গলে   মৃদু   মায়া  হয়,
কিয়দংশ বলি দেব  পুরো  দেহ  নয়।
.
হিসেব কষে  আরম্ভ, অংশ  বলিদান,
ঈষৎ অঙ্গ হানি হয়,  থাকল  সম্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *