তোমার স্পর্শে অবিরত
হৃদয়ে পুলক জাগে,
তুমি বিহীন শূন্যতায়
আলোতে আঁধার নামে ।।
তোমার অপলক দৃষ্টিতে
বসন্তে বৃষ্টি নামে,
তুমি হীনতায় আসেনা
সুগন্ধ রঙিন গোলাপে ।।
তুমি পাশে থাকলে
সুখের ফোয়ারা নামে,
তুমি ছাড়া সময়
বিষণ্ণতায় আঁধারে ঢাকে ||
তোমার কণ্ঠ শুনে
আমার তৃষ্ণা মিটে,
তুমি বিহীন নিস্তব্দতায়
পিপাসা ঘিরে ধরে ।।
সপে দিতে চাই
আমি তোমাতে আমায়,
এ জীবন মন
এখন সবই তোমার ।।
মোঃ আলমগীর হোসেন, সিনিয়র লেকচারার, কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ, প্রাইম বিশ্ববিদ্যালয়।