সাধ্যি

ইসরাত জাহান ফেরদৌস ।।

তুমি চলে গেলে,

বলে যেতে পারতে!

আমি এক নগণ্য মানবী

তোমার পথ রুদ্ধ করার ক্ষমতা

সে আমার আছে না কি?

.

তুমি ছিলে উদীয়মান সূর্যের মতো

যার আলোয় চারদিক প্রজ্জ্বলিত

তোমায় অন্ধকারে ঢেকে দেব!

সে সাধ্যি আমার আছে না কি?

.

তুমি ছিলে ঝড়ো হাওয়া , দমকা বাতাস

হঠৎ করে প্রবাহিত হলে।

তোমাকে আটকাবো!

সে সাধ্যি আমার আছে না কি?

.

তুমি ছিলে বেলাভূমিতে আছড়ে পড়া ঢেউ

যার স্রোতের টানে ভেসে যায় যে কেউ।

তোমার  গতি রোধ করব

সে সাধ্যি আমার আছে না কি?

.

তুমি ছিলে অতিথি পাখির মত আমুদে

যার আতিথেয়তা গ্রহণ শেষে নিজ আলয়ে ফেরার তাড়া

তোমাকে আপন ভূমিতে রেখে দেব!

সে সাধ্যি আমার আছে না কি?

.

তুমি ছিলে ইয়াস, আয়লা ও সিডরের মত

যা চারদিক বিধ্বস্ত করে যায়

জন-জীবনকে করে দেয় মৃত প্রায়

শুধু ধ্বংসাবশেষ চিহ্ন রেখে যায়।

তোমাকে শান্ত করব!

সে সাধ্যি আমার আছে না কি?

.

তবুও বলি, বার বার বলি

একবার বলে যেতে পারতে।

আমি এক নগণ্য মানবী

তোমার পথ রুদ্ধ করার ক্ষমতা

সে আমার আছে না কি?

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

২ comments

  1. বেশ ভালো লাগলো তবে মুক্তবলি কে কবিতা প্রকাশ নিশ্চিতের আগে কবিতা টি
    ভালো ভাবে পড়ে নেয়া উচিৎ বলে আমি মনে করি

  2. অসাধারণ লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *