রাব্বি ইসলাম
জানো কি হারিয়েছি কতটা?
যতটা পেয়েছ তুমি কিংবা কালের খেয়াল,
কতটা পেরিয়েছি পথ?
যতটা ভুলেছ তুমি কিংবা শুরুর গহীনে।
জীবনের চেয়েও বড় দিনের শেষে,
মৃত্যুর চেয়েও বড় রাতের শুরুতে,
অপেক্ষার চেয়েও করুণ সময়ের দাবীতে,
মিছিলের চেয়েও জোরালো শব্দে হৃদয় কেঁদেছিল।
তবু’ও কত কথা মনে পড়ে!
অথচ প্রিয়তম নেই
এসেছি খুঁজতে সেই তপ্ত পদ-রেখা
এখানে এসে দেখি আছে তব ইতিহাস লেখা!