মোহাম্মদ নূরুল্লাহ ।।
বিশ্বমাঝে অভুক্ত কত অসহায় মানুষ আছে,
কেন আমরা অপচয় করি সকাল কিংবা সাঁঝে?
মানুষরূপী কংকালসার দেখতে কেমন লাগে !
তুমি আমি ফূর্তিতে কেন উড়াই টাকা কড়ি,
সহানুভূতি পেলে ওদের জীবনটা উঠতো গড়ি।
আমাদের অনুদান হোক তাঁদের বাঁচার অবলম্বন,
ধীরে ধীরে আত্মবলে তারা হয়ে উঠুক বলীয়ান।
অপব্যয় আর অপচয় আমরা রোধ করি
পিছিয়ে পড়া মানুষগুলোর সুন্দর জীবন গড়ি।
যাকাত-ফিতরা দিব যাদের তারা হবে স্বাবলম্বী,
কয়েকবছর যেতে না যেতে
ওরা হবে যাকাত দানকারী।
হে যুবক ! এসো ,
এ পথের পথিকরূপে নিজেকে সম্পৃক্ত করি।
.
ফরিদপুর
১৮ জুলাই ২০২১
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
