বেনজির আহম্মেদ
.
আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও
যে অস্ত্র জাগ্রত হলে পৃথিবীর
সমস্ত অশুভ শক্তি হবে আনত।
আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও
যে অস্ত্র জাগ্রত হলে
শিশুর জীর্নশরীর, বিদীর্ন মুখ
খোলা আকাশের নিচে পড়ে থাকবে না
মাতৃক্রোল হবে তার নিরাপদ স্থান ।
যে অস্ত্র জাগ্রত হলে
ফসলের মাঠে আগুন জ্বলবে না
মানুষের চোখে হতাশার গ্লানী থাকবে না,
সন্তানের জন্য মায়ের দুঃশ্চিন্তা থাকবে না
সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী আমি।
আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও
যে অস্ত্র জাগ্রত হলে
শিউলির সুবাশে, পাখি গান করে
চাঁদ মৃদু হেসে বলবে
এ সেই অস্ত্র যে অস্ত্র নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরাবে না
ট্রয়নগরীর মতো উন্নত সভ্যতাকে ধ্বংস করবে না,
আমি সেই অস্ত্রকে আমন্ত্রণ করি।
যে অস্ত্র তুলে ধরা হয় সভ্যতার বিকাশে
আমাকে সেই লীলাময়ী অস্ত্র ফিরেই দাও
যে অস্ত্র জাগ্রত হলে, কোলাহল নামের শব্দের অবসান ঘটে।
আমি সেই অমোঘ অস্ত্র
ভালোবাসার কথা বলছি
পৃথিবীর বুকে সেই অস্ত্র হোক
সত্যিকারে ব্যাপ্ত।