আদর্শিক জীবন 

এম অলিউল্যাহ হাসনাইন ।।
.
মানবতার এক আদর্শিক উদাহরণ
অনুসরণীয় মোহাম্মদের জীবন।
জীবনে চলার প্রতিটি ক্ষণে ক্ষণে
উৎকৃষ্ট জীবন তাঁর স্মরণে।
.
বাল্যকাল থেকেই সততা ও নিষ্ঠায়
আল-আমিন ভূষিত জনতার আস্থায়।
কথা ও কাজ তাঁর হাদিসের বাণী,
অনুসরণ করেছে যে, সেইতো জ্ঞানী।
.
মোহাম্মদ (স.) তাঁর আদর্শিক গুনে
আকৃষ্ট মানব জাতির উৎকৃষ্ট মনে।
.
ইহকালের সকল প্রাপ্তি রাসুল কে অনুসরণে,
চিরমুক্তি, চিরশান্তি, নিশ্চিন্তে মরণে।
অসীম, অনন্তকাল সুখের আশায়
রাসুলের জীবন আদর্শ, ভালোবাসায়।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *