আমাতে নেই আমি

ফারহানা ইয়াসমিন
.
আমার চোখ-
সে তো তোমাকে দেখতে চায়।
আমার হাত-
সে তো তোমাকে ছুঁতে চায়।
আমার মুখ-
সে তো তোমাকে শোনাতে চায় প্রেমের গীত।
আমার চুল-
সে তো তোমায় আমায়  বাঁধতে চায়।
আমার হৃদয়-
সে তো তোমাকেই খোঁজে সারাদিন।
আমার নাক-
সে তো খুঁজে পায় তোমার শরীরের উষ্ণ ঘ্রাণ ।
আমার দাঁত-
সে তো অবিরত মুক্তার হাসি ঝরায় তোমার জন্য ।
আমার ঘুম-
সে তো হারিয়েছে তোমার আগমনে।
আমার দিন-
সে তো পার হয় তোমাকে ভেবে ভেবে।
আমার রাত-
সে তো অপেক্ষা করে তোমার তরে।
আমার আমি !
আমাতে নেই যেন আমি,
খুঁজে পায় তারে যেন অন্য কারোর হৃদয়ে।
আর সেই তুমি !
কখনও ভেবেছো কি আমায়?
কখনও খুঁজেছো কি আমায়?
কখনও চেয়েছো কি আমায়?
আমি ব্যাকুল হয়ে রই এই উত্তর গুলোর আশায়।
জানিনা, আমি জানিনা_
উত্তর গুলো এসে ধরে দিবে কিনা আমায়।
.
ফারহানা ইয়াসমিন
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *