মোঃ সুজন হাওলাদার জাকির ।।
এমন একটি দেশ সোনার বাংলাদেশ
হাজার গুনে গুনি সেটি গুনের নাইকো শেষ।
আঠারো কোটি মানুষ আছে এইনা সোনার দেশে
কেহ চলে খোলা মেলা কেহ ছদ্মবেশে।
কারও আছে কাজের তরি কারও বুদ্ধির চাল
অন্যের তরি নিজের করে ধরে তার হাল।
কারও আছে দাফা কাফা কথার ভারি জোর
কাজে কর্মে শুন্য থলি ভিতরে ঘুনে পোকা ডোর।
কেহ আছে মালিশ করে খাঁটি সরিষার তেল
কাজে কর্মে ফাঁকি ঝুঁকি বাজায় শুন্য বেল।
কেহ আছে সহজ সরল বুঝে না পেজ গোজ
কেহ আছে চালাক চতুর ঠকের ঘরে করে ভুরি ভোজ।
সোনার দেশের গুনের কথা আর কি বলবো ভাই
মুখে চলে হাক ডাক ভিতরে শুধু ছাই।
মিথ্যে কথার পাহাড় দিয়ে মানুষ করে পাগল
ওদের কথা ভাবতে গেলে মাথায় বাজে গন্ডগোল।
হাফ লেডি, হাফ বয়! আছে নানান রুপের মানুষ
পোশাক দেখে যায়না চেনা নারী নাকি পুরুষ।
ধর্ম নিয়ে নানান কথা নানান জনে বলে
ধোকা আর মিথ্যে দিয়ে পীরের ব্যবসা চলে।
মোঃ সুজন হাওলাদার জাকির
গ্রাম – পূর্ব পরমানন্দ সাহা, উজিরপুর।