বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

কবিতাচক্র ঝালকাঠির নতুন কমিটি গঠন

মুক্তবুলি প্রতিবেদক।।
কবিতাচক্র ঝালকাঠির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কবি বি.এম আরিফ হোসেন মিন্টু’র ‘সুগন্ধার তীরে’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠান লেখক ও কবি সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়।
কবিতাচক্র ঝালকাঠির সাধারণ সম্পাদক মু. আল আমীন বাকলাই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আব্দুল মান্নান আকন্দ।
অনুষ্ঠান উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, কবিতার কাগজ ‘অরুণিম’ সম্পাদক কবি মুস্তফা হাবীব, কবি দীনেশ চন্দ্র মন্ডল, কবি মারুফ আহমেদ বাপ্পী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তবুলি ম্যাগাজিনের নিয়মিত লেখক শিমুল সুলতানা হেপি।
অনুষ্ঠানে কবি সিকান্দার কবীরকে সভাপতি ও কবি মু. আল আমীন বাকলাই কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কবিতাচক্র ঝালকাঠি র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে সময় দিতে হবে: তাপস

মুক্তবুলি প্রতিবেদক ।। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *