গণক ও টিয়া

মোঃ মোস্তাফিজুর রহমান 
.
ভন্ডগণক ভাগ্য গনে
টিয়াপাখি দিয়ে,
হয়ে যাবি কোটিপতি
তাবিজ কিনে নিয়ে।
.
তোর ভবিষ্যৎ মন্দ অতি
শিক্ষাদীক্ষায় ফেল,
গোবরমাথা জাগবে’রে তোর
নিলে কদুর তেল!
.
ভন্ডগণক ফন্দি আঁটে
বলে টিয়ার কানে,
গনে বলিস দুর্ভাগা তোর
জীবনের নাই মানে।
.
টিয়াপাখি আকাশ-পাতাল
সবই গনে বলে,
পাঁচশ টাকার কবজে তোর
ভাগ্য যাবে খুলে!
.
ভন্ডগণক টিয়া দিয়ে
মানুষ ঠকায় রোজ,
ভাগ্যগনার নামে শুধুই
ধান্দাবাজীর ভোজ।
.
নিজের ভাগ্য গনিস এখন
ওরে ভন্ডগণক,
পাপের বোঝা হচ্ছে বড়
নড়ছে’না তোর টনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *