ছোটদের সময় শিশুসাহিত্য পুরষ্কার পাচ্ছেন কবি শাহরিয়ার মাসুম

মুক্তবুলি প্রতিবেদক।।

ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ পাচ্ছেন সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা মুক্তবুলির উপসম্পাদক, রম্যলেখক ও ছড়াকার শাহরিয়ার মাসুম। কিশোর কবিতার বই ‘সবুজ পাতার কানের দুল’ এর জন্য তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়েছে।

পুরস্কার কমিটির আহ্ববায়ক ছোটদের সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক আমীরুল ইসলাম এবং সদস্য সচিব ছোটদের সময় সম্পাদক মামুন সারওয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পুরষ্কার ঘোষণা করা হয়। এ বছরের ডিসেম্বরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেয়া হবে। পুরষ্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননাপত্র।

শাহরিয়ার মাসুম ১৯৮৬ সালে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ার নরকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞানে স্নাতকোত্তর এই লেখকের লেখালেখির শুরুটা ছড়া-কবিতা দিয়ে হলেও প্রথম বই প্রকাশিত হয়েছে রম্যগল্পের। ‘ঘুম ভেঙ্গে দেখি কচ্ছপ হয়ে গেছি’ শিরোনামের বইটি একুশে বইমেলা ২০২২ এ ছোটদের সময় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। একই প্রকাশনী থেকে তার কিশোর কবিতার বই ‘সবুজ পাতার কানের দুল’ প্রকাশিত হয়েছে ২০২৩ এর বইমেলায়। কর্মজীবনের শুরুটা সাংবাদিকতা দিয়ে। সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন যায়যায়দিন ও মানবকণ্ঠে। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *