এম অলিউল্যাহ হাসনাইন
.
জীবন বিধান আল-কুরআন,
নাযিল করেছেন আল্লাহ মহান।
মানব জীবনের সকল কাজে,
মিল রয়েছে কুরআন মাঝে।
.
হযরত জিব্রাইল (আ.) তেইশ বছরে,
হযরত মুহাম্মদ (স.) এর তরে।
আল্লাহ তায়ালার পক্ষ হতে
ঐশী গ্রন্থ আল-কুরআন নাযিল করে।
.
খাওয়া থেকে ঘুমানো পর্যন্ত,
আল-কুরআনে সব বর্ণিত।
ব্যক্তি থেকে রাজনৈতিক জীবন,
আল-কুরআনের স্পষ্ট বচন।
.
নিয়ম নীতি চলার পথে
মুশকিল আঁচান ঘোর বিপদে।
ইহকাল, পরকালের কথাগুলো,
আল-কুরআনে বলা হলো।
.
কবি পরিচিতিঃ এম, অলিউল্যাহ হাসনাইন। ১৯৮৯ সনের ২ জানুয়ারি ভোলা জেলার একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০০৭ সালে ‘বোরহানউদ্দিন কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা’ থেকে ফাযিল (বিএ) পরিক্ষায় ফার্স্ট ক্লাশ এবং ২০০৯ সালে কামিল (এমএ) সিজিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হন। এরপর ২০১৩ সালে ভোলা সরকারি কলেজ থেকে বিএ ফার্স্ট ক্লাশ এবং ২০১৫ সালে বরিশাল ‘ব্রজমোহন কলেজ’ থেকে এমএ ফার্স্ট ক্লাশ পেয়ে উত্তীর্ণ হন। ছোটবেলা থেকে কবিতা, গল্প, উপন্যাস লেখেন। ‘যুগান্তর সাহিত্য সাময়ীকি’তে তার প্রথম কবিতা ‘ফুলেশ্বরী’ প্রকাশিত হয়। এছাড়াও কারেন্ট নিউজের বিভিন্ন সংখ্যায় কয়েকটি কবিতা প্রকাশিত হয়। তার যৌথ কাব্য গ্রন্থ ‘রক্তাক্ত আগস্টের কবিতা’ ‘হৃদয় ছোঁয়া কাব্য’ ‘চৈতালি চাঁদনী রাতে’। তিনি সাহিত্য পাতা বাংলাদেশ (সাপাবা) এর প্রতিষ্ঠাতা এবং পাকনেত্র সাহিত্য পরিষদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি চন্দ্রপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ হিসাবে কর্মরত রয়েছেন।
মোবাইল নাম্বারঃ 01712903794
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

মুক্তবুলি মুক্তমনা লেখকদের জন্য চমৎকার একটি প্লাটফর্ম। ধন্যবাদ জ্ঞাপন করছি মুক্তবুলির সম্পাদক আজাদ আলাউদ্দিন।
কুরআনের বাণী ছন্দে ছন্দে বেশ চমৎকার লিখেছেন প্রিয় কবি। আল্লাহ আপনার মঙ্গল করুন।