তব কর্ম

বিজন বেপারী

যে যেমন কর্ম করে

সুন্দর এই ভূবনে,

তার ফলতো তেমন হবে

অজান্তেই পৌঁছে যাবে।

 

যে শকুন গগণ মাঝে

শান্ত বিহঙ্গ তাড়ায়,

একদিন সব পাখিরা মিলে

শকুনকে মৃত্যু দেখায়।

 

অর্থের জোরে অহংকারী হয়ে

যাকে করো তুচ্ছ,

সেদিন বেশি দূরে নয় যে

প্রতিদান ঠিকই পাচ্ছ।

 

সময় থাকতে সুকর্ম করে

আপন জীবন গড়,

দুর্দিনে তোমায় বাঁচাতে হবে

ওটাই ঔষধ বড়।

 

কবি পরিচিতি

বিজন বেপারী, সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঝালকাঠি সদর, ঝালকাঠি। 01718859754.

https://www.facebook.com/bijan.beparivivek

 

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

২ comments

  1. কবিতাটি পড়ে ভালো লাগলে মন্তব্য করবেন এবং শেয়ার করুন।

  2. অসাধারণ!
    কবিতার মাধ্যমে জীবনের লক্ষ্য নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *