মোঃ রিসালাত মীরবহর ।।
মদীনায় ঘুমিয়ে আছে
প্রিয় নবীজির প্রাণ,
দেখিতে যদি মন চায় তবে
মদীনাতে যান।
আরবের আকাশে বাতাসে
বইছে তাঁর সুঘ্রাণ,
নবীর শিক্ষায় জীবন গড়ুন
আল্লাহ বড় মেহেরবান।
বিদায় হজ্বে বলেছিলেন তিঁনি
নিয়মিত পড়িও কুরআন,
শেষ বিচারে রবো আমি
আল্লাহর উপর রাখিও ইমান।
নবীর বারন
করিও না ভুল পথে ভ্রমণ
সর্বদা করিও ভালো আচরন,
যদিও হয় কেউ তোমার দুঃখেরই কারণ।
দুনিয়ার রজনীতে
জেগে আছেন প্রিয় নবী,
বেহুশ মোরা দুনিয়ার কাজে
হুশ নাই মোদের আজি।
সর্বদা আল্লাহকে করিও স্মরণ
স্বার্থক যেন হয় তোমার মরণ,
আখেরাতে থাকতে ভালো আজীবন
নবীর প্রেমে কাঁদিও তুমি এই ভূবন।
প্রিয় নবীর আগমনে আলোকিত দুনিয়া
শেষ বিদায়ের কালে কেঁদেছে লোকেরা,
দ্বিনের পথে ফিরে এসো করিওনা হেলা
কবরে যেতে হবে ভাবিও বসে একেলা।
-বরিশাল সদর, বরিশাল।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
