বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে ভবা মহেন্দ্রকে বলেছেন, কোন দেশের মানুষের সিন্দুকে টাকা রাখিয়া সোয়াস্তি নাই। সিংহাসনে শালগ্রাম রাখিয়া সোয়াস্তি নাই, ঝি-বউয়ের পেটে ছেলে রেখে সোয়াস্তি নাই, পেট চিরে ছেলে বার করে (মুসলমানরা)। সকল দেশের রাজার সঙ্গে রক্ষণা-বেক্ষণের সম্বন্ধ আমাদের মুসলমান রাজ রক্ষা করে কই। ধর্ম গেল, এখন প্রাণ যায়। এ নেশাখোর নেড়েদের (মুসলমানদের) না তাড়াইলে আর হিন্দুর হিন্দুয়ানী থাকে না।
মহে। তাড়াবে কেমন করে?
ভবা । মেরে ১
বঙ্কিম মুসলমানদের তাড়াতে চান, মুসলমানদের দেশ ছাড়া করতে চান। ২
উপমহাদেশে সাম্প্রদায়িকতার জনক বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বঙ্কিমের উপন্যাস থেকে ছাত্র-ছাত্রীরা কী শিখছে?
হদিস:
১. বঙ্কিম রচনাসমগ্র ১, উপন্যাসসমগ্র, বিজয় চৌধুরী ও বিপ্লব চৌধুরী সম্পাদিত, ১ম ক্যাবকো প্রকাশ, অমর একুশে গ্রন্থমেলা, ১৯৯৯, পৃ ৫৪২ (আনন্দমঠ, ১ম খন্ড, ১০ম পরিচ্ছেদ)
২. যুগ সন্ধিক্ষণের পৃথিবী, আবুল আসাদ, মিজান পাবলিশার্স, ২১ শে বইমেলা ২০০৬, পৃষ্ঠা-১৩০।