বঙ্গবন্ধু ও বাংলাদেশ

এ. এম. আবদুল জাহের 

সবুজ শস্য-শ্যামলা সোনার দেশ
বঙ্গবন্ধু ও বাংলাদেশ,
তোমার আত্মত্যাগের বিনিময়ে
বাঙালি পেয়েছে লাল-সবুজের দেশ।

সোনার দেশের সোনালী আঁশ
শাপলা-শালুক আর দোয়েল-কোয়েল।
রোপ্য সম্পদ ইলিশের দেশ,
বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

সোনার দেশের মাটির গহীনে
খনিজ সম্পদের নেইতো শেষ,
নেই ভেদাভেদ জাতি-গোত্র, ধর্ম নির্বিশেষ
বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

যে মাটিতে বট-বৃক্ষের ছায়াতলে
কৃষক-শ্রমিক আর পথিক
ক্লান্তি ভরে নেয় নি:শ্বাস,
ইতিহাস-ঐতিহ্যের নেইতো শেষ
বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

কল্-কল্ আর নদীর জল
ভোরের সূর্যের আলোয়
করে তা ছল্-ছল্।
মিষ্টি আর লোনা পানির দেশ
বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

তোমার জন্মে বাঙালি ধন্য
তাইতো তুমি অনন্য।
তোমার-আমার সোনার দেশ
রূপের বুঝি নাইকো শেষ,
বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

কোটি মানুষের নি:শ্বাস
তুমি-ই জন্মালে বাঙালির বিশ্বাস,
তোমার-আমার স্বদেশ
বঙ্গবন্ধু ও বাংলাদেশ।

এ. এম. আবদুল জাহের (এমএ, এমএড)
সিনিয়র সহকারি শিক্ষক
সরকারি সংহতি পাইলট মডেল মা: বিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *