বাবার ভালোবাসা

মারুফা আক্তার :
বাবা তোমায় অনেক মনে পড়ে,
থাকি যখন একা।
তুমি ছাড়া জীবন আমার,
শুধুই যেনো ফাঁকা !

কতোটি বছর কেটে গেলো,
বাবা পাইনা তোমার দেখা !
আজও তোমার ভালোবাসা,
আমার হৃদয়ে আছে গাঁথা !

শতো শতো বাবা দেখি,
বাবা তোমায় কেনো দেখিনা?
তবে তুমি কি আসবেনা আর!
আমার বাড়ির আঙ্গিনা ?

কতো বাবা-ই দেখি আমি,
বাবা তোমায় তো আর দেখি না।
সব বাবাদের মাঝে খুঁজে বেড়াই,
বাবা তোমার দেখা পাই না !

বাবা তোমার ভালোবাসা যে,
আর কোথাও নাহি পাই।
তোমার মতো সোহাগ দেবার,
আমার যে আর কেউ নাই!

চোখের কোনে জল এসে যায়,
বাবা যখন তোমায় ভাবি !
বাবা তোমার দেখা পাবনা কি ?
এই জনমে আর তবি ?

বাবা কতো মানুষ আসে-যায়,
আমার বাড়ির আঙ্গিনায়!
বাবা তুমিই শুধু আসো না যে,
একবার দেখতে আমায়!

বাবা কতো কথা জমিয়ে রেখেছি,
একদিন বলবো তোমার কাছে।
এই জনমে আর কোনোদিন -ই,
বলা হবে না তো কোনো কথা!
কথাগুলো থেকেই গেলো।
শুধুই আমার হিয়ার মাঝে।

এতো কথা বলি বাবা,
জানি তুমি আর কোনোদিন-ই শুনবে না।
তোমার মেয়ে যে খোঁজে তোমায়,
জানি তুমি আমার কাছে,
এই জীবনে কখনো-ই আর আসবে না !

ওপারেতে থাকো বাবা,
থাকো তুমি সুখে!
তোমার দেওয়া আদর-স্নেহ,
চিরদিন-ই থাকবে আমার সাথে।

মারুফা আক্তার 
এম এড শিক্ষার্থী
ফরিদপুর টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

One comment

  1. মোহাম্মদ নূরুল্লাহ্

    খুব সুন্দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *