মাটি

মুহাম্মদ নোমান ||
.
মাটি দিয়ে তৈরি তুমি
  মাটি দুঃখে, সুখে,
      ঘুরে ফিরে যেতে হবে
            সেই মাটির বুকে।
.
মাটি দিয়ে তৈরি তুমি
   মাটি তোমার অঙ্গে,
       আবার তুমি মিশে যাবে
           সেই মাটির সঙ্গে।
.
মাটি দিয়ে তৈরি তুমি
   মাটি হলো খাঁটি,
       দম তোমার বন্ধ হলে
           মাটি হবে পাটি।
.
মাটি দিয়ে তৈরি তুমি
   সবাই তোমার পর,
       চলে যাবে পড়ান পাখি
            থাকবে মাটির ঘর।
.
মাটি দিয়ে তৈরি তুমি
   মাটি হলো ভূমি,
       চিরতরে ঘুমাবে গিয়ে
            মাটির বুকে তুমি।

আরো পড়ুন

কৃষকের ঈদ : প্রাসঙ্গিক ভাবনা

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর ।। মুসলমানদের প্রধান আনন্দ ও খুশির উৎসব হচ্ছে ঈদের দিন। ঈদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *