মা যে আমার হিরা-মানিক

মোশাররফ হোসেন মুন্না   
.
মা যে আমার শৈশবস্মৃতি তুলে ধরার আয়না
মা যে আমার খামখেয়ালি যখন তখন বায়না।
মা যে আমার হিরামানিক তার তুলনা  হয়না
মা যে আমার সাদা পরী কোটি টাকার গয়না।
.
মা যে আমার এমবিবিএস পৃথিবী সেরা ডাক্তার
মা যে আমার মহা-মানবী নাম আয়েশা আক্তার।
মা যে আমার হোমটিচার পৃথিবীর সেরা শিক্ষক
মা যে আমার সেনাবাহিনী আমার জীবন রক্ষক।
.
মা যে আমার মনোবিজ্ঞানী জানতো মনের কথা
মা যে আমার মনমহাজন ঘুঁচাতো সকল ব্যাথা।
মা যে আমার হাসিখুশির বিকেলে খেলার সঙ্গী
মা যে আমার মহাবিপদে যুদ্ধ-বিমান মহাজঙ্গী।
 .
মা যে আমার মাহানায়িকা শেখাতো অঙ্গ ভঙ্গি
মা যে আমার বোরাকাসমানী চলা-ফেরার সঙ্গী।
মা যে আমার প্রথমবুলি হাজার ঢঙের আলাপন
মা যে আমার ধৈর্যশীলা করেছি যতই জ্বালাতন।
.
মা যে আমার লাওহে-মাহফুজ আরশ সমতুল্য
মা যে আমার আট-বেহেশত্ সবচেয়ে মহামূল্য।
মা যে আমার সাত-আসমান সাত সমুদ্র তেরনদী
মা যে আমার অশ্রুপ্লাবন ভুবনে মাকে হারাই যদি
.
মা যে আমার সকাল দুপুর কিংবা বিকেল রাত্রি
মা যে আমার সকল কাজেই আলোর অভিযাত্রী
মা যে আমার ইহকালের আলকুরআন-হাদিস
মা যে আমার পরকালের জান্নাতি পরিবেশ।

One comment

  1. দীর্ঘদিনের লকডাউনে পরিবার থেকে দূরে থেকে হৃদয় মাঝে প্রচন্ড শূন্যতা বিরাজ করছে। এমন শূন্যতা পূরণের মাধ্যম মাকে নিয়ে স্মৃতিচারণ ছাড়া আর কিছু খুঁজে পাইনি গতরাতে। মাকে প্রচন্ড রকম অনুভব করে লেখা কবিতাটি ছাপিয়েছে প্রিয় মুক্তবুলি😍

    #শুভকামনা_প্রিয়_মুক্তবুলি ❤❤❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *