মুক্তবুলি প্রতিবেদক ।।
দেশের তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিকদের মধ্যে বরগুনা জেলা থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেছেন চিত্তরঞ্জন শীল।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল বলেন, মফস্বল সাংবাদিকতায় অবদান রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন বরগুনার কৃতিসন্তান চিত্তরঞ্জন শীল। তিনি বরগুনা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একজন শিশু সংগঠক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বর্তমানে দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক হিসাবে বরগুনার কর্মরত আছেন। গুণীজন হিসেবে চিত্তরঞ্জন শীলকে মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়ায় বসুন্ধরা গ্রুপকেও ধন্যবাদ জানাচ্ছি।
এ বিষয়ে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতার, যুগান্তরের স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বাংলানিউজকে বলেন, প্রবীণ সাংবাদিক চিত্ত রঞ্জন শীল তার চল্লিশ বছরের সাংবাদিকতা পেশায় আজ বসুন্ধরা মিডিয়ার তাকে সম্মানিত করেছেন।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
