হেলেন রহমান:
আমি জানি না
তুমি আমার কে,কতটা?
এও জানি না
তুমি আমায় কি দৃষ্টিতে
কর মূল্যায়ন?
আমি যেমন শূন্যতা কে
লালন করে চলেছি
মনের গহিনে খুব যত্নের ছোঁয়ায়,
মনেহয় তুমি ও তেমনি
কি যে অচেনা ব্যাথা
করে চলেছ পোষণ মনে
মুখ ফুটে বল না কিছু।
তবে বেশ অভিমানকে
আপোষের কাছে হারিয়ে দাও।
আমিও তোমারই মত
অভিমানকে অভিযোগ করে তুলিনি,
নিরবে নিভৃতে জ্বলছি
প্রতিনিয়ত ধুপের মতো,
তব চেনা পথের মায়ায়
রয়ে গেছি দু’ আঁখিতে
লয়ে সীমাহীন বারি।
বৃষ্টির মত ঝরে আমার কষ্ট
সকলের অলক্ষ্যে,
মনের মাঝে চলে রক্তক্ষরণ
না পাওয়ার ব্যাথায়,
বুঝেছ কি সে যন্ত্রণার হদিস?
বলতে দ্বিধা নাই
তোমার প্রাপ্তি আমায়
করেছে এত সমৃদ্ধ
ভুলে গেছি না পাবার যন্ত্রণা।
তুমিও কি আমারই মত
খোঁজ আমার হাসিতে এতটুকু সুখ?
ভাবছ কি এ লক্ষ্যহীন পথচলা
নয় মন্দ,অবেলায় মিলেছে
কষ্ট ভোলার নিমিত্তে সুখের আহ্বান?
কিছু প্রাপ্তি যেমন চির
প্রশান্তির হয়েও দেয় না কিছু,
তবু যেন এমন প্রাপ্তি
দু’ জনার জীবনে ” বিধাতার”
অমূল্য দান!
হেলেন রহমান
সহকারী শিক্ষক
মকবুল হোসাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
বরিশাল সদর, বরিশাল।