শরতের রূপ

এস এম ফকরুল ইসলাম রিয়াজ ।।
.
শরৎ কালে দূর গগনে,
সূর্য ওঠা নীল আকাশে,
শিমুল তুলোর মতো ভাসে,
সাদা মেঘের খেয়া।
.
শরৎকালে ফুল বাগিচায়,
নানান ফুলের মেলা।
সে ঘ্রানে গন্ধমুখর,
থাকে সারা বেলা।
.
সকাল বেলা সূর্য হাসে,
দূর্বাঘাসে শিশির ভাসে।
রাস্তার পাশে কাশফুল দোলে,
পেয়ে শরৎ হাওয়া।
.
শরৎকালে আমন ধানে,
ঢেউ খেলে যায় দিনে-রাতে।
তা দেখে কবি মন,
পড়েছে শরৎ প্রেমে।
.
আকাশ, খাল-বিল, ফল- ফুল, নদী,
শরতে যেনো সৌন্দর্যে ভরপুর প্রকৃতি।
প্রকৃতির সেই রুপ যখন ভাসে দু’নয়নে,
স্রষ্টার শুকরিয়া করি মনে মনে।

One comment

Leave a Reply to Md Akbar Hossan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *