জিশান মাহমুদ
শরৎ এলো কাশের বনে
সাদা মেঘের পালকি চড়ে
দোলা দিয়ে প্রাণে
শিউলি ফুলে প্রজাপতি
করে শুধু নাচানাচি
ফুলের মিষ্টি ঘ্রাণে।
শরৎ এলে দোয়েলের গান
সারি সারি তালের গাছে
শুনতে লাগে ভালো
আকাশ জুড়ে মেঘের ভেলা
মনের সুখে করছে খেলা
উড়ছে সাদা কালো।
ডোবায় চলে মাছের খেলা
শাপলা শালুক পদ্মপাতা
বিলের জলে ভাসে
মেঘের রাণী রুপ কুমারী
নীল আকাশে উড়ে উড়ে
শরৎ কালে হাসে।
জিশান মাহমুদ
ছনকান্দা, বটতলা
শ্রীবরদী, শেরপুর।