নিহার বিন্দু বিশ্বাস :
বিদ্রোহী তুমি চেতনায় আছো
সাম্যের মালা হয়ে
তোমার চেতনা ছড়ায়ে বিশ্ব
বিপ্লব আসে জয়ে।
তোমার সত্য বিজয় কেতন
অগ্নিপতাকা ধরে
বিশ্বটা আজি দাঁড়ায়ে রয়েছে
সত্যাদর্শ পরে।
সত্যে অহম বিজয় নিশান
শিখিয়েছো ভাই তুমি
তোমার দীক্ষা মাথায় তুলিয়া
গড়বো জন্ম ভূমি।
ব্রিটিশ শাসন করেছেো ধ্বংস
একটি কবিতা লিখে
একটি আমিতে বাঙালি আত্মা
যুদ্ধ নিয়েছে শিখে।
ধর্মবর্ণ নির্বিশেষের
তুমি মানবতা রবি
পরাধীনদেশ মুক্ত করেছো
তুমি বিদ্রোহী কবি।
নিহার বিন্দু বিশ্বাস
ধন্যবাদ। কৃতজ্ঞতা একরাশ। স্নেহাষ্পদ ছোটভাই
বহু গুনের অধিকারী আযাদ আলাউদ্দীন কে
দারুন, কবির কবিতাখানি।
দারুন ভাই
❤️❤️❤️❤️