মাহামুদুল হাসান শিবলী :
নির্জনতায় জেগে উঠে মরিচাপড়া কত গল্প
ধূলো-জমা শেষ পঙক্তিটিও উঠে দাঁড়ায়।
বিস্মৃত প্রিয় শব্দগুলো তুলে বিষাদের সুর
মূর্ছিত ইচ্ছেরাও প্রবল ঝড়ে চোখ তুলে তাকায়।
দূরের অস্পষ্ট পাহাড়ে মৃদু হেসে ভেসে উঠে
দশক আগের অর্থহীন কোনো অভিমান।
ক্লান্ত ডানায় ঘরে ফেরা পাখির সুরে বেজে উঠে
পাওয়া না পাওয়ার হিসেব আর দুর্দিনের যত গান।
শেষ রাতের নির্জন নীরবতা কত আলোড়ন তুলে
ধুয়া ধরে স্তম্ভিত ব্যথাতুর সব গানে।
অস্ফুট চাঁদ তীব্রতর করে নির্জনতার সুর
আঘাত করে অতীতের সংবেদনশীল সব তানে।
মাহামুদুল হাসান শিবলী, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।