স্বাধীন দেশ

আছিব আকন ।।
.
আমি স্বাধীন দেশ গড়তে চাই
আমি বঙ্গবন্ধুর ভাষণ শুনতে চাই
সোনার দেশ গড়তে চাই
আমি নজরুলের বিদ্রোহী সংগীত শুনতে চাই
আমি স্বাধীনতা রক্ষা করতে চাই
আমি স্বাধীনতার সুফল পেতে চাই
আমি বাংলা ভাষায় কথা বলে যাই
আমি বীরের আহ্বানে রাজপথে যাই
আমি বাংলাদেশকে শত্রু মুক্ত করতে চাই
আমি রাজপথে শহীদ হতে চাই
আমি লাল সবুজ পতাকা ভালোবাসতে চাই
আমি শোষণবিহীন দেশ গড়তে চাই
আমি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে চাই
আমি মায়ের মুখে হাসি দেখতে চাই
আমি শের ই বাংলার মত গর্জন দিতে চাই
আমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে মরতে চাই
আমি নজরুলের মত বিদ্রোহী কলম ধরতে চাই
আমি স্বাধীন দেশ গড়তে চাই।

আরো পড়ুন

কৃষকের ঈদ : প্রাসঙ্গিক ভাবনা

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর ।। মুসলমানদের প্রধান আনন্দ ও খুশির উৎসব হচ্ছে ঈদের দিন। ঈদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *