হাসি ফোটাতে

মোহসেনা আলম ।।
.
অনাহারে, অনাদরে যে
শিশুটি এলো আজ পৃথিবীতে
হাতে হাত রেখে চল
কাজ করি তাদের সুখে
হাসি ফোটাতে।
.
আমাদের জীবন মায়ায়
উঠবে শিশুরা বেড়ে।
হাসি আর গানের মেলায়
ফুলের সুঘ্রাণ বিলাবে।
.
সৌরভ রাশি রাশি
প্রাণের আকুতি নিয়ে
বলছি আবার তোমাদের
ভালোবাসি, খুব ভালোবাসি।
.
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১০ম শ্রেণি)

আরো পড়ুন

শিশু 

মো. এমরান তালুকদার।। আমি ছোট্ট শিশু- নামটি আমার মিশু। পড়ছি আমি অ, আ- শিখছি মায়ের ভাষা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *