দালান জাহান
এখানে রাত এখন এখনও আঁধার
এখানে শহর হওয়ার কথা ছিলো
কথা আর গানের ঝুড়ি নিয়ে
হেটে যাওয়ার কথা ছিলো বসন্ত পাখিদের।
জলচোখ জলাশয়ে ডোবে ডোবে
কালো মাছিরা সব শহর এখন
ইটের বৈভব নিয়ে পাথরের দালান
ফুঁড়ে গেছে আকাশ! আকাশ!
ফ্রিজ ভর্তি সিরামিক পল্লী
মিষ্টি লাউ আলু কদু পলিথিন মুখ
ইলিশ ক্লান্ত গল্পনদী
আত্মায় ভেজা শ্মশান পল্লী
সন্ধ্যার বাতিদুঃখ গড়িয়েছিলো।
মৌমাছি গোত্রীয় আদম পুতুল আজও জানে না
অন্ধকার নিয়ে বসে থাকে মৃত মাছেরা
একদা মানুষ বংশীয় ছিলো
এখানে রাত এখন
এখনও আঁধার
এখানে শহর হওয়ার কথা ছিলো।
দালান জাহান
বোয়ার সেন্ট্রাল আফ্রিকা