সুয়েজ করিম ।।
গ্রাহক এসেই ব্যাংকে কহে অফিসার,
এক মুহূর্ত সময় নাই দাঁড়াবার।
উসখুস ফোঁস্ ফাঁস্ গ্রাহক অস্থির
হস্ত-পদ নাচা নাচি মুখে বিড়বিড়।
দেরি হলে ছাড় নেই ছাড়ে শব্দ বোমা,
ভুল হলে অভিযোগ নেই আর ক্ষমা।
মোর অর্থে পেট চলে কাজে এত ঢিলা !
নিয়ে যাব সব টাকা হিসাব যা খোলা।
খুব ভিড় নেট নেই, এযে মহা সুখ
কিভাবে বুঝবে তারা ব্যাংকারের দুঃখ।
বসের চোখ রাঙ্গানি দ্রুত হবে কাজ,
আমরা মানব যন্ত্র, নই ফাঁকিবাজ।
দন্ত পাটি মেলে দিয়ে ব্যাংকারের হাসি,
সেবা দিয়ে গ্রাহককে খুব ভালোবাসি।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

অসাধারণ সুয়েজ ভাই।
অনেক ভালো লাগলো, আমাদের মনের ককথাগুলোই ফুটে উঠেছে
অসাধারণ প্রতিভা। শুভ কামনা।
এইতো বাস্তবতা
এক কথায় অনবদ্য স্যার❤️❤️
ভাই কি ভাষায় উৎসাহ জানাবো লিখার মতো কোনো ভাষা আমি পাচ্ছিন।
তবে এক কথায় অসাধারণ হইছে।
অসাধারণ কবিতা । সুয়েজ করিম ভাইয়ের কবিতা সব সময় মনমুগ্ধকর এবং হৃদয় ছুঁয়ে যায়
সুয়েজ ভাইয়ের লেখা মানেই অনবদ্য, এক কথায় supercalifragilisticexpialidocious