সাব্বির আলম বাবু ।।
স্বাধীনতার আজ প্রায় অর্ধ শতাব্দী পর
চারিদিকে যখন বাজছে বিজয়ের ঘন্টা
বাংলার ঘরময় তখন নিদারুন
বেকারত্ব আর অভাবের হাহাকার,
ভেদ করে আমার শিরা-উপশিরা।
ডিসেম্বর কি দিয়েছে আমাদের?
শোষক আর দূর্নীতির কালো হাত ছুঁয়েছে
আজ বাংলার সমস্ত অস্তিত্ব জুড়ে।
আমি ঘুমাতে পারিনা চারদিকের বারুদের গন্ধে।
বিজয় দিবসে দাড়িয়ে আমি বলতে পারিনা
আমার দেশ আজ ক্ষতবিক্ষত।
মৌলবাদের নামে চলছে বিভিষীকাময় জঙ্গিবাদ।
হায়েনার দল কুড়ে কুড়ে খাচ্ছে সার্বভৌমত্ব।
প্যারেড ময়দানে দাড়িয়ে কাঁদে হৃৎপিণ্ড
চিৎকার করতে চায় হাতের রাইফেল,
যুদ্ধ চায় আবার যুদ্ধ
কারন আমার শরীরে যে শহীদেরই রক্ত।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
